মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
www.jessoreboard.gov.bd
নথি নং - ৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.২৪৬ | তারিখঃ ০৭-০৫-২০২০ |
বিষয়ঃ পত্র স্থগিত প্রসঙ্গে।
সূত্র : ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ০৫-০৫-২০২০ তারিখের আবেদন (আইডি- ৫১০)।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, এ বোর্ড হতে প্রেরিত ২২-০৪-২০২০ খ্রি. তারিখের ৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.১৮৪ নং স্মারক পত্রটি স্থগিত করা হলো। পরবর্তী আপিল এন্ড আরবিট্রেশন কমিটির সভায় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্তও সে পর্যন্ত স্থগিত রাখা হলো এবং ততদিন পর্যন্ত চূড়ান্ত বরখাস্তকৃত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য হবেন।
সভাপতি, ম্যানেজিং কমিটি রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয় (১১৫৯৯৫) রুদ্রপুর,যশোর সদর,যশোর। |
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে স্বাঃ (ড. বিশ্বাস শাহিন আহম্মদ) বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। ০৪২১-৬৮৬৩৪ |
মেমো নং- ৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.২৪৬ (৫) |
তারিখঃ ০৭-০৫-২০২০ |
অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হলো :
১। জেলা শিক্ষা অফিসার, যশোর।
২। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, যশোর সদর, যশোর।
৩। প্রধান শিক্ষক, রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয়, রুদ্রপুর, যশোর সদর, যশোর।
৪। অফিস কপি।
|
০৭-০৫-২০২০ বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর |